পটুয়াখালীর বাউফল উপজেলার এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারী বৃন্দের পক্ষ থেকে। আজ রবিবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি গ্রহন করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আমিনুল ইসলাম।
আপনি নিশ্চই অবগত আছেন, বর্তমানে বাংলাদেশের শিক্ষাব্যবস্হা নানা সমস্যা ও বৈষম্যে জর্জরিত। এরমধ্যে উল্লেখযোগ্য অপর্যাপ্ত অর্থায়ন, ব্যবস্হাপনায় অনিয়ম ও দুর্নীতি, সরকারি -বেসরকারি শিক্ষার মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে বলেন শিক্ষকরা।
এমপিও ভুক্ত (স্কুল, কলেজ, মাদ্রাসা) জাতীয়করণের মাধ্যমেই জনআকাঙ্ক্ষা পূরণসহ সর্বপ্রকার বৈষম্য নিপাত যাবে।
বক্তারা বলেন শিক্ষা সংস্কারের ক্ষেত্রে ইতোমধ্যে আপনার গৃহীত পদক্ষেপগুলোর মাধ্যমে দেশের চলমান শিক্ষা ব্যবস্হা অগ্রগতি হয়েছে। এজন্য আপনাকে ধন্যবাদ। উপস্থাপিত দাবির ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
মোঃসবুজ, বাউফল
Leave a Reply