1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
শনিবার, ২৪ মে ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

বাউফলে কৃষকের তরমুজ লুট: কারাগারে ছাত্রদল নেতা, গ্রেফতার যুবলীগ কর্মী

  • আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

পটুয়াখালীর বাউফলে চাঁদা দিতে অস্বীকার করায় এক কৃষকের তরমুজ বোঝাই ট্রলার ছিনতাই করে লুটপাটের ঘটনার মামলায় যুবলীগের এক কর্মীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে অপর এক ঘটনায় তাদের দুজনকে আটক করা হয়। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে, চাঁদাবাজি ও লুটের ঘটনার মামলায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে আজ সকালে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে বাউফল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নাজিরপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ও পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম মর্তুজা ওরফে সোহাগ (৪৫) ও নাজিরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মেহেদি হাসান সোহান (১৯)। এরআগে গতকাল শুক্রবার একই মামলার প্রধান আসামি নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানের ছেলে সাইফুল ইসলামকে (৩৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাইফুল ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন, অপকর্মে লিপ্ত থাকায় ২০২১ সালে তাকে বহিষ্কার করে উপজেলা ছাত্রদল।

পুলিশ জানায়, কয়েকদিন আগে মো. মানিক ব্যাপারি নামের ভুক্তভোগী কৃষকের কাছে চাঁদা দাবি করে সাইফুল। চাঁদা না দেয়ায় কৃষকের ওপর ক্ষুব্ধ হয় তিনি। নদীবেষ্টিত ইউনিয়ন চন্দ্রদ্বীপ থেকে বরিশাল যাওয়ার সময় সাইফুলের নেতৃত্বে দুর্বৃত্তরা ভুক্তভোগী কৃষকের তরমুজ বোঝাই ট্রলার ছিনতাই করে নিমদী লঞ্চ ঘাটের দিকে নিয়ে যায়। পরে ৮শ ৬০ পিচ তরমুজ লুট করে অপর একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায় অভিযুক্তরা। এসময় বাধা দিলে ট্রলার চালক ও কৃষক মানিককে মারধর করে তারা। ট্রলার চালকের পাঁচ হাজার টাকাও নেয়া হয়েছে বলে অভিযোগ আছে। এঘটনায় সাইফুল, তার পিতা এনায়েতসহ ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনের নামে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মানিক মিয়া৷

এদিকে, গত বৃহস্পতিবার অসুস্থ বাবাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন চন্দ্রদ্বীপ ইউনিয়নের মোহাম্মদ আলী নামের এক যুবক। গতকাল রাত সাড়ে ১০ টার দিকে পৌর শহরের পাবলিক মাঠ সংলগ্ন পাঠাগার ভবনের সামনে থেকে টানাহেঁচড়া করে ওই যুবকে বাংলাবাজার নিয়ে যায় কয়েক দুর্বৃত্ত। সেখানে নিয়ে তাকে মারধর করে ও তার কাছে থাকা ১হাজার টাকা ছিনিয়ে দুর্বৃত্তরা। পরে আরো টাকার দাবিতে তাকে আটকে রাখা হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে। তিনি থানায় এসে বিষয়টা জানালে তাকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেফতার হয় যুবলীগ কর্মী সোহাগ ও স্থানীয় সোহান নামের এক তরুণ। কৃষকের কাছে চাঁদা দাবি ও ট্রলার ছিনতাই করে লুটপাটের ঘটনায় তাদের সংশ্লিষ্ট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।


ভুক্তভোগী যুবক মোহাম্মদ আলী’র দাবি, ‘তাকে মারধর ও টাকা ছিনতাইর ঘটনায় নেতৃত্ব দিয়েছে চাঁদাবাজি মামলায় গ্রেফতার সাইফুলের ভাই শাকিল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে খবর পেয়ে পালিয়ে যায় শাকিল। কৃষকের চাঁদাবাজি মামলায় শাকিলকেও আসামি করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, গ্রেফতার দুজনেই কৃষকের কাছে চাঁদা দাবি ও তরমুজ লুটের ঘটনায় জড়িত ছিলো। জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে বিষয়টি স্বীকারও করেছে৷ অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়। লুট হওয়া তরমুজের সন্ধ্যান পেয়েছে পুলিশ, আজই তরমুজগুলো উদ্ধার করা হবে। চাঁদাবাজি মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।

মোঃ সবুজ,বাউফল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি