1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

বাড়ি ঘরে ভাংচুর, লুট-পাট ও অগ্নি সংযোগ গাজীপুরে সম্পত্তি দখল নিতে রাজনৈতিক মামলার অভিযোগ

  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরের দিন গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার লক্ষীপুরায় পূর্ব শত্রুতার জের হিসেবে সন্ত্রাসী হামলা চালিয়ে একটি বাড়িতে ভাংচুর, লুট-পাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ওই দিন বাড়ির মালিক মামুন মিয়া ও তার স্ত্রী রাবেয়া লাভলী বাড়িতে ছিলেন না। তারা অভিযোগ করেন ২৭ নং ওয়ার্ড যুবদলের এক চিহ্নিত নেতার নির্দেশে ওই লুট-পাটের ঘটনা ঘটে।

এ ঘটনায় লাভলী জানান- আমাদের বাড়ি-ঘরে লুট-পাট করে অগ্নি সংযোগ করার বিষয়ে আমি আর্মি ক্যাম্পে অভিযোগ দিলে ক্যাপ্টেন সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তার পরও আমি এবং আমার স্বামী ভয়ে বাড়ি-ঘরে ঢুকতে পারছিনা। তারা যে কোন সময় আমাদেরকে খুন-জখমসহ বড়ধরনের ক্ষয়-ক্ষতির সম্মুখিন করতে পারে।

লাভলী এক প্রশ্নের জবাবে আরো বলেন- স্থানীয় যুবদল নেতা মাহমুদ হাসান রাজু ও তার পিতার সাথে গাজীপুর শহরের কেন্দ্রস্থল শীববাড়ি মোড়ে জমি নিয়ে মামলা চলছে। যা বর্তমানে মহামান্য হাইকোর্টে চলমান।

রাবেয়া লাভলী বলেন, জাল-জালিয়াতির আশ্রয়ে জমির মূল মালিক সেজে আমার জমি দখল নিতে যাওয়া এবং আমাকে হুমকী-ধামকি দেয়ার অপরাধে ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং- ৬৮/০২/২০২০ ওই মামলায় আব্দুল মান্নান মিয়া ওরফে মহন ও তার ছেলে মাহমুদ হাসান রাজুকে আসামী করা হয়।


রাবেয়া লাভলী বলেন, আমি একজন নারী উদ্যোক্তা, আমার স্বামী একজন ঠিকাদার। আমরা কোন রাজনৈতিক দলের সদস্য নই। আমার স্বামী ফাতেমা কন্সট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধীকারি।

বাংলাদেশ ধান গবেষণা, কৃষি গবেষণা, এলজিইডি ও জেলা পরিষদের সাথে সুনামের সাথে ঠিকাদারি ব্যবসা করেছেন। শুধু তাই নয়, রাবেয়া-লাভলী এক্সপোর্ট-ইম্পোর্ট সাপ্লায়ার নামেও আমরা লাইসেন্সধারী ব্যবসায়ী। এর মাধ্যমে আমরা বিদেশী নানা পন্য দেশে আমদানী করে বাজারজাত করি। ব্যবসায়ীক সুনামের স্বার্থে আমাদেরকে সকলের সাথে সু-সম্পর্ক বজায় রেখে চলতে হয় বা হয়েছে।

রাবেয়া লাভলী বলেন- বৈষম্য বিরোধী আন্দোলনের পর রাজুগং আমাদের সহায়-সম্পদ জবর দখল করার জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার ও আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে বাসন থানায়।

নাম প্রকশা না করার শর্তে অনেকে জানান, রাবেয়া লাভলী ও তার স্বামী অত্যন্ত ভাল মানুষ তাদের বিরুদ্ধে যা হচ্ছে তা ষড়যন্ত্রের অংশ।

রাবেয়া লাভলী ও তার স্বামী হেন হয়রানী থেকে মুক্তি পেতে সর্ব মহলের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি