1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

মোজাম্বিকে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সহিংসতা, নিহত ২১

  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার দেখা হয়েছে
মোজাম্বিকে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সহিংসতা, নিহত ২১

মোজাম্বিকে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সহিংসতায় ২১ জন নিহত হয়েছে। দেশটির শীর্ষ আদালত নির্বাচনে ক্ষমতাসীন পার্টি ফ্রেলিমোর বিজয় নিশ্চিত করার পর থেকেই অস্থিরতা শুরু হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা। এই নির্বাচন নিয়ে শুরু থেকেই বেশ বিতর্ক চলছে।

এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা বলেন, নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আফ্রিকার দেশটিতে গত সোমবার থেকে মোট ২৩৬ দফা গুরুতর সহিংসতার খবর পাওয়া গেছে। এতে ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সাংবিধানিক কাউন্সিল ফ্রেলিমো পার্টিকে বিজয়ী নিশ্চিত করার পরই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারী ও বিরোধী দলগুলো বলছে, গত ৯ অক্টোবরের ভোটে কারচুপি হয়েছে।

পাসকোল রোন্ডা সরকারি প্রচার মাধ্যম টিভিএমকে বলেছেন, এ পর্যন্ত ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাদের উপস্থিতি বাড়াবে বলেও উল্লেখ করেন তিনি।

বিরোধী দলগুলো এবং নির্বাচন পর্যবেক্ষকরা ভোটে কারচুপির অভিযোগ এনেছেন। তবে ফ্রেলিমো পার্টি সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

শীর্ষ আদালত ক্ষমতাসীন পার্টির ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথেই বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলেনের সমর্থকরা সোমবার রাতে বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন, ব্যাঙ্ক এবং অন্যান্য স্থাপনায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তা-ঘাট অবরোধ করা হয়েছে।

সকালের ডাক/তারু/সোহো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি