নীলের দেশ খ্যাত নীলফামারী থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের সংগঠন নীলফামারী জেলা সমিতির চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের সাথে সুসম্পর্ক এবং শিক্ষার্থীদের মানসিক অবসাদ দূরীকরণে এই আয়োজন করে সংগঠনটি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ সংলগ্ন পেয়ারাতলায় এ চড়ুইভাতির আয়োজন করা হয়।
এসময় নীলফামারী জেলা সমিতির বর্তমান সভাপতি আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ. বি. এম. জাকির হুসাইন, উপদেষ্টা আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুন সহ নীলফামারী থেকে আগত বর্তমানে অধ্যয়নরত প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের নিজেদের রান্নায় দুপুরের প্রীতিভোজের পাশাপাশি বল পাসিং, হাড়িভাঙ্গা, বল নিক্ষেপের মতো আকর্ষণীয় খেলায় মেতে ওঠে শিক্ষার্থীরা। এছাড়াও র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা চড়ুইভাতিতে অংশগ্রহণ করে তাদের অনুভুতি প্রকাশ করে বলে, “বাড়ি থেকে এতো দূরে আরেক পরিবার এই জেলা সমিতি। তারাই যেন আমাদের আপনজন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর নিজের জেলার এতো মানুষের সাথে পরিচয় হতে পেরে আনন্দবোধ করছি। অসাধারণ এই আয়োজনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সকালের ডাক/তারু/সোহো/ইবি প্রতিনিধি
Leave a Reply