1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে ববিতে বিক্ষোভ-মানববন্ধন

  • আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে
'ইসকন' নিষিদ্ধের দাবিতে ববিতে বিক্ষোভ-মানববন্ধন

অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের অপতৎপরতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা এবং চট্টগ্রামে মসজিদে হামলা ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও ‘ইসকন’ নিষিদ্ধের দাবীতে ববিতে বিক্ষোভ পালন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল মূল ফটক থেকে ভোলা রোড প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়। 

বিক্ষোভে শিক্ষার্থীরা- ফ্যাসিবাদের সঙ্গী, ইসকন তুই জঙ্গী; নারায়ে তাকবীর, আল্লাহু আকবারসহ অন্যান্য স্লোগান দেন।

বিক্ষোভে অংশগ্রহণ নেওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ বলেন, হিন্দুত্ববাদ হিন্দু এক জিনিস নয়। ১৯৭১ সালের পর থেকে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ আমরা ভাই ভাই হয়ে বসবাস করে আসছি। বিশ্বের কাছে আমাদের অসাম্প্রদয়িক দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তুলে ধরতে ইসকন ও ভারত যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, সেই আগ্রাসন আমরা হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ সকলে মিলে এক হয়ে রুখে দিবো। আমরা এই মানববন্ধন থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

আরেক শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, আমাদের দেশ ও দেশের মানুষকে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ও তাদের মদদপুষ্ট সংগঠন ইসকন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের নির্মূল না করে আমরা ছাত্রজনতা ঘরে ফিরে যাবো না। 

সকালের ডাক/তারু/সোহো/ববি প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি