লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে স্থায়ী ইমারত নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়ন চরছকিনা ৫ নং ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছিদ্দিক মিয়া অভিযোগ করে জানান, চরছকিনা মৌজার এস এ ৫৭০ নং খতিয়ান এর ২৯২০ দাগ ভূক্ত ওয়ারিশি সম্পত্তি ৩০ শতাংশ উক্ত জমি এ জমিতে গত ৩৫ বছর আগে আমি বাড়ি ঘর করে ভোগ দখলে বিদ্যমান আছি আমার নামে বর্তমান বিএস রেকর্ড হয় যার ডিপি নং ৬২৬.১০৩৬।
গত কিছুদিন আগথেকে একই এলাকার মো.কাদের,মফিজ,মাদল হক,রফিক,ইকবাল,শিরিনা জোর পূর্বক দখল করে স্থায়ী পাকা ঘর নির্মাণের সময় আমি এলাকার গণ্য মান্য ব্যক্তিদেরকে জানালে তারা বাধা প্রদান করে তারা সে বাধা উপেক্ষা করে ঘর নির্মাণ কাজ চালায় এবং আমি ও আমার পরিবারের সকলকে হুমকি ধামকি প্রদান করে পরে ছিদ্দিক বাদী হয়ে লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং -৫৩৮ তারিখ ১১/১১/২০২৪ইং এর আগে কাদের গংরা ভোলা কোর্টে একটি দেওয়ানীমামলা দায়ের করেন যার নং ১৬১/২৪ পরে সে মামলায় ২৯/৯/২০২৪ তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ন। সে নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ করতেছে।এখন আমি নিরুপায় আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।
এ ঘটনায় অভিযুক্ত ইকবাল জানান,আমাদের দলিলের সম্পত্তিতে আমরা ঘর করি ছিদ্দিকের জমিতে না।
সকালের ডাক/তারু/লালমোহন
Leave a Reply