1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
Flash News :
চরফ্যাশনে নদী ভাঙন রোধে এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার আবেদনে জরুরী ব্যবস্থা গ্রহণ চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান দুই মাস পানিবন্দি চল্লিশ পরিবার, দেখার কেউ নেই পাঙ্গাসিয়া ব্রিজের নির্মাণ বন্ধ থাকায় লাখো মানুষের ভোগান্তি, এলাকাবাসীর বিক্ষোভ মনপুরায় কেন্দ্রীয় যুবদল সেক্রেটারী নুরুল ইসলাম নয়নের ঈদ শুভেচ্ছা বিনিময় ফ্যাসিবাদ বিরোধী লাগাতার আন্দোলনে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন: নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনে কেন্দ্রীয় যুবদল সেক্রেটারী নুরুল ইসলাম নয়নের ঈদ শুভেচ্ছা বিনিময় চরফ্যাশনে ঘুর্ণিঝড় শক্তির আঘাতে পানিবন্দি মানুষ, বিধ্বস্ত বাড়িঘর বাউফলে ২৫ লাখ টাকাসহ গাঁজা ও স্বর্নালংকার উদ্ধার যুবদলের কেন্দ্রীয় সেক্রেটারী নয়নের সাথে চরফ্যাশন আদালতের এডিশনাল জিপি ও পিপির সাক্ষাৎ

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে মেইন গেট তালা ইবি শিক্ষার্থীদের

  • আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার দেখা হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড ইনভাইরনমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে তালা দিয়ে বিক্ষোভ করেছে বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর পোনে ২ টার দিকে বিভাগের সামনে থেকে একটি মিছিল সহকারে এসে মেইন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। প্রায় আধা ঘন্টা যাবত মেইন গেট অবরোধ করে বিক্ষোভ করার পর সভাপতি ও প্রক্টরিয়াল বডির আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের উপাচারদের সাথে সাক্ষাতের শর্তে তালা খুলে দেয় তারা। পরবর্তীতে, প্রশাসনের কনফারেন্স রুমে উপাচার্যের সাথে সাক্ষাৎ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা একশান একশান, ডাইরেক্ট একশান; নাম চেঞ্জের বাহানা, মানিনা মানবো না; অবৈধ নাম পরিবর্তন, মানিনা মানবো না; আমার স্বাক্ষর করলো কে, এর উত্তর আগে দে; চাটুকারদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; একশন টু একশন ডাইরেক্ট একশন, স্বাক্ষর জালিয়াতির বিরুদ্ধে ডাইরেক্ট একশন; বিভাগের অন্যায়, শিক্ষার্থীরা কত সয়? আমার পরিচয় কাড়লো কে? এই উত্তর আগে দে ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিভাগ চালুর পর থেকে বিভাগের নাম ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রসপেক্টাসে এই নাম দেওয়া হলেও ভর্তি পর শিক্ষার্থীরা জানতে পারেন বিভাগের নাম জিওগ্রাফি এন্ড এনভাইরনমেন্ট। শিক্ষার্থীদের দাবি, তিন বছর আগে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তাদের অজান্তে স্বাক্ষর নিয়ে বিভাগের নাম পরিবর্তন করা হয়। পরবর্তীতে বিষয়টি জানার পর দীর্ঘদিন ধরে বিভাগের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার পরেও একাধিকবার বিভাগীয় সভাপতি এবং সংশ্লিষ্ট প্রশাসনে নিকট দাবি জানালেও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় আজকে মেইনগেট অবরোধ করে বিক্ষোভে নেমেছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, এই বিভাগের সকল শিক্ষার্থী চাচ্ছে বিভাগের নামটি পরিবর্তন করা হোক। গত দুই মাস যাবত আমরা বিভিন্নভাবে নিয়মতান্ত্রিক উপায়ে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি কিন্তু দৃশ্যমান কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এর মধ্যে আমরা বিভাগের নাম ফলক করলে নিজেদের সংরক্ষণে নিলে দুষ্কৃতকারী আখ্যা দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয় কিন্তু দুই মাস যাবত আমরা যে যৌক্তিক দাবি জানিয়ে আসছি সে বিষয়ে প্রশাসন কোন পদক্ষেপ নিতে অনাগ্রহী। একটি বিভাগের নাম সে বিভাগের শিক্ষার্থীদের পরিচয় ফলক। আমরা পরিচয় হীনতায় ভুগছি, অতিসত্বর আমাদের বিভাগের নাম পরিবর্তনে কার্যকর ব্যবস্থা না নিলে আরো কর্মসূচি দেওয়া হবে।

শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, সম্পূর্ণভাবে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে পরিবেশ বিজ্ঞান বিভাগের নাম পরিবর্তন করে ভূগোল করা হয়েছে। আমরা গত ১৪ই সেপ্টেম্বর থেকে বিভাগের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছি। এর মধ্যে দেশের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এই বিভাগের নাম পরিবর্তন কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের দাবি আপনার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি কিন্তু কাজ না হয় আজকে বাধ্য হয়ে মেইন গেটে তালা দিয়েছি। আমরা বিভাগীয় সভাপতি, প্রক্টর প্রক্টরিয়াল বডি এবং ভিসি স্যারের সাথে দেখা করলেও দৃশ্যমান কোন প্রসেস লক্ষ্য করিনি।

পরবর্তীতে, উপাচার্যের সাথে সাক্ষাত করে তার নিকট বিভাগের যাবতীয় সমস্যা, নাম পরিবর্তনের অতীত ইতিহাস, ঠিক কোন কোন কারণে তারা বিভাগের নাম পরিবর্তন চাচ্ছে এবং প্রসেসটি কেন আগাচ্ছে না সে বিষয়ে বিস্তারিত অভিযোগ শুনেন উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ। এসময় তিনি শিক্ষার্থীদের একাডেমিক যেকোন বিষয়ে সরাসরি তার কাছে না আসে গেট আটকানোর মত কার্যক্রম থেকে বিরত থাকতে অনুরোধ করেন তাদের বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিভাগীয় সভাপতি দিন অফিসের মাধ্যমে উপাচার্য বরাবর প্রেরণের পরামর্শ দেন এবং অধিকাংশ শিক্ষার্থী চাইলে তাদের চাহিদামতো বিভাগের নাম পরিবর্তন করা হবে বলে আশ্বস্ত করেন।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিপুল রায় বলেন, শিক্ষার্থীদের বিভাগের নামের পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আমি দায়িত্ব নেয়ার পর বিভাগীয় শিক্ষকদের সাথে আলোচনা করে প্রয়োজনে ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। এছাড়াও আজকে ভিসি স্যার যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই শিক্ষার্থীদের সাথে কথা বলে আমি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব।

সকালের ডাক/তারু/ইবি প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি