1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
শনিবার, ২৪ মে ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্থানীয় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে

  • আপডেট : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিয়ানীবাজারের ঘুঙ্গাদিয়া এলাকার স্থায়ী বাসিন্দা এবং বিশিষ্ট ব্যবসায়ী মো: মঈন উদ্দিন ও তার পিতা জনাব আসুক উদ্দিনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ মামলাটি বিগত ১৯ মার্চ স্থানীয় উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোশাররফ হোসেন দায়ের করেছেন বলে জানা যায়।

এ ব্যাপারে কানাডা থেকে মঈন উদ্দিন জানান হারুনুর রশিদ দিপু এবং তার ভাই শিপুর বিরুদ্ধে পূর্বে তিনি মামলা করায় ক্ষুব্ধ হয়ে তার চাচা মোশাররফ হোসেনকে দিয়ে এ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দেশে না থেকেও তিনি এ মিথ্যা এবং ভিত্তিহীন মামলার আসামী হয়েছেন। উল্লেখ্য যে, পূর্ব শত্রুতার জের ধরে মঈন উদ্দিনকে পিটিয়ে গুরুত্বর আহত করায় মামলার আসামী এই দিপু এবং তার ভাই শিপু।

এ মামলাটি বর্তমানে সিলেট জেলা জজ কোর্টে চলমান। ভুক্তভোগী মঈন উদ্দিন জানান, দেশে থাকাকালীন সময় তাকে নানান ভাবে অত্যাচার এবং নির্যাতন করা হলেও পুলিশ প্রশাসন কোন ভাবে তাকে সাহায্য করেনি। এ মামলায় দেশে না থেকেও তাকে আসামী করা হয়েছে যা অত্যান্ত দুঃখজনক বলে মন্তব্য করেন ভুক্তভোগীর পিতা আসুক উদ্দিন।

এ মামলার ব্যাপারে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে এর সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি মোশাররফ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি