পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিয়ানীবাজারের স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। গতকাল সন্ধা সাড়ে ৫টায় স্থানীয় কলেজ রোড মার্কেটে নির্বাচনে প্রচারনা করতে গিয়ে ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মুজিবুর রহমান রাফি বাঁধার সম্মুখীন হওয়ার অভিযোগ উঠেছে।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা আওয়াল এর নেতৃত্বে ১৫/২০ জন দুবৃত্ত রাফি এবং তার ভাই রাসেলকে লাঞ্চিত করে এবং তাদের লিফলেট, পোস্টার সহ নির্বাচনী ব্যানার ছিড়ে ফেলে বলে জানা যায়। এ ব্যাপারে মুতিউর রহমান রাসেল জানান, এ নির্বাচনে সুষ্ট পরিবেশ বিঘ্নত করছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
তারা ক্ষমতার অপব্যবহার করে বিরোধী প্রার্থীদের নানা ভাবে হেনস্থা এবং ভয়ভীতি দেখাচ্ছে। এতে তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ ব্যাপারে বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে বলে জানান রাসেল।
এ ব্যাপারে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান এমপি নূরুল ইসলাম নাহিদ এর এপিএস দেওয়ান মাকসুদুল আউয়াল এর ফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। বিয়ানীবাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জিডির সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply