নিজস্ব প্রতিবেদক: সিলেট শহরের জালালাবাদ আবাসিক এলাকার ৩৭/১নং বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বিগত ২৬শে নভেম্বর ২০২১ইং তারিখ মধ্যরাতে ঘটনাটি ঘটে। ভূক্তভোগী খাইরুন নেসা বেগম জানান, ডিবি পুলিশ পরিচয়ে তার বাড়িতে ঢুকে পড়ে ১৫-১৬জন মাস্কপড়া লোক। এক পর্যায়ে তারা তাকে পাইপ দিয়ে আঘাত করে আলমিরার চাবি নিয়ে আলমিরা খুলে টাকা পয়সা, স্বর্ণালংকার সহ নানান মূল্যবান জিনিপত্র জোরকরে নিয়ে যায়। তারা বাঁধা দিলে তাদেরকে প্রাণে হত্যার হুমকি দেয়।
এসময় তিনি আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন খান এবং আফতাব হোসেন খান সহ ২-৩জন লোকের কণ্ঠস্বর শুনে তাদেরকে চিনতে পারেন বলে জানান ভূক্তভোগী। উল্লেখ্য যে, সাজ্জাদ হোসেন খান ভূক্তভোগী খাইরুন নেসার মেয়ে প্রাক্তন স্বামী। এ ব্যাপারে কানাডা থেকে ভূক্তভোগীর ছেলে রাহিন আহমদ জানান, তার মা অসুস্থ থাকায় মামলা করায় বিলম্ব হচ্ছে এবং স্থানীয় পুলিশের কাছে সাহায্য চেয়েও তিনি কোন সাহায্য পাননি। তবে, মামলা দায়ের এর চেষ্টা চলছে।
এ ব্যাপারে থানায় যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তিনি অবগত আছেন, তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। এ ব্যাপারে সাজ্জাদ বা কোন আওয়ামী লীগ নেতার মন্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply