ঢাকা: সাভারের একটি মসজিদের সামনে এক প্রতিবন্ধী কন্যাশিশুকে ফেলে স্বজনরা পালিয়ে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। এঘটনায় ওই শিশুকে উদ্ধার করে সাভারের বউ বাজার মোড়ে রাখা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) বিকেলে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের নয়াবাড়ি ভাটপাড়া মসজিদের সামনে পাটি বিছিয়ে তাকে রেখে যায় স্বজনরা।
শিশুটি শারীরিক ও বাক প্রতিবন্ধী হওয়ায় তার পরিচয় জানা যায়নি। এছাড়া কে বা কারা ওই স্থানে তাকে ফেলে গেছে তা নিশ্চিত করা যায়নি। শিশুটির বয়স আনুমানিক ৫/৬ বছর।
স্থানীয় মো. বাবুল মোল্লা বলেন, আজ বিকেলে ওই মসজিদের সামনে একটি প্রতিবন্ধী কন্যাশিশুকে কে বা কারা পাটি বিছিয়ে রেখে চলে যায়। বোঝা মনে করে তার পরিবারই ওই স্থানে প্রতিবন্ধী শিশুকে রেখে যেতে পারে বলে ধারণা আমাদের। বর্তমানে ওই শিশুকে নয়াবাড়ি বউ বাজার মোড়ে রাখা হয়েছে। শিশুটির পরিচয় শনাক্তের জন্য সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) উম্মে হানি বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply