স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চরফ্যাশন আদালতে সদ্য নিয়োগ পাওয়া এডিশনাল জিপি এডভোকেট ছিদ্দিক মাতাব্বর ও এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরণ। সোমবার (৭ এপ্রিল ) সকাল ৯ টায় চরফ্যাশন উপজেলা ডাকবাংলোতে এই সাক্ষাৎকালে সরকারী দুই আইন কর্মকর্তা কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নয়ন বলেন, আমি আশা করি দেশ ও জাতির কল্যাণে সরকার প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে
পালনে আপনারা বিজ্ঞ দুই আইনজীবী সবসময় সচেষ্ট থাকবেন। তিনি দুই আইনজীবী’র উদ্দেশ্যে আরো বলেন, আপনারা কোন নির্দিষ্ট ব্যক্তি বা দলের নয়, বরং রাষ্ট্র ও জনগণের নিকট দায়বদ্ধ।
উল্লেখ্য চরফ্যাশন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নিয়োগ পাওয়া আইনজীবী এডভোকেট মো: ছিদ্দিক মাতাব্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি চরফ্যাসন আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক ছিলেন। তিনি উপজেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক।
অন্যদিকে চরফ্যাশন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিয়োগ পাওয়া আইনজীবী এডভোকেট মো: হযরত আলী হিরণ চরফ্যাশন আইনজীবী সমিতির ধর্ম, ক্রীড়া ও পাঠাগার বিষয়ক সম্পাদক । তিনি চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি।
Leave a Reply