চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশন এসটিএস হাসপাতালের আয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে দিন ব্যাপি ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের পশ্চিম মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, আজ ফ্রী চিকিৎসা ক্যাম্পে ইউনিয়ন পর্যায়ে ২১০জন অসহায় রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. ইব্রাহিম।
চিকিৎসা নিতে আসা কহিনুর নামে একজন রোগী বলেন, দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ আছি,টাকার অভাবে চিকিৎসা নিতে পারিনি। আজ এসটিএস হাসপাতালের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্পে এসে চিকিৎসা সেবা পেয়েছি।
হাসপাতালটির ব্যবস্থাপক রায়হান শিকদার জানান, এখন পর্যন্ত আমাদের এসটিএস হাসপাতাল উপজেলার কয়েক হাজার দরিদ্র মানুষকে ফ্রী চিকিৎসা সেবা দিয়েছে।
গ্রামীণ এলাকার গরিব অসহায় রোগীদের জন্য এসটিএস হাসপাতালের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ ।
Leave a Reply