1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

সুন্দরবনে বিরল দৃশ্য: পর্যটকদের চোখের সামনে রয়েল বেঙ্গল টাইগার

  • আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টায় বিরল এক দৃশ্যের সাক্ষী হলেন পর্যটকরা।কটকা খালের পূর্ব পাশ থেকে সাতরিয়ে পশ্চিম পারে যাচ্ছিল একটি পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগার।

পর্যটকরা দ্য সেইল জাহাজে করে কটকা থেকে কচিখালির উদ্দেশ্যে যাওয়ার সময় এই দুর্লভ মুহূর্তটি প্রত্যক্ষ করেন। তাদের মধ্যে মোঃ নুর আলম শেখ নামের এক পর্যটক তার মোবাইল ফোনে এই দৃশ্যের ভিডিও ধারণ করে তা ফেসবুকে পোস্ট করেন।

তিনি লিখেছেন, “আমি ২৫ বছর ধরে সুন্দরবনে আসছি, কিন্তু কোনোদিন বাঘ দেখতে পাইনি। আজ প্রথমবারের মতো বাঘ দেখতে পেয়ে সত্যিই আনন্দিত। বাঘ আমাদের শৌর্য্য-বীর্যের প্রতীক, আমাদের অহঙ্কার ও গর্ব।”

পর্যটকরা এই অভিজ্ঞতায় উচ্ছ্বসিত হলেও বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, “বাঘ বাঁচাতে হবে, সুন্দরবন বাঁচাতে হবে।”

বাঘের অবাধ বিচরণ নিশ্চিত করতে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে প্রশাসনসহ সকলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন পরিবেশবিদরা। সুন্দরবনের এই অনন্য সম্পদ সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি