চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়ন চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার সংলগ্ন ‘ দারুল আরকাম মডেল একাডেমীর’ হাফেজ ছাত্রদের দস্তার বন্দী ‘ বিদায়ী সংবর্ধনা মাদ্রাসার পরিচালক অধ্যক্ষ মামুনুর রশীদের সভাপতিত্বে ১৫ ফেব্রুয়ারী(শনিবার)সকালে
মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাটামরা পীর হযরত মাওলানা মহিবুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবদুল মালেক, চরফ্যাশন কারামতিয়া কামিল মাদরাসার অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন,জাহানপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, হাজারীগন্জ ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মো:জাকির হোসেন, পূর্বওমরাবাজ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক, চেয়ারম্যান বাজার বড় মসজিদের খতিব ক্বারী মুসা কালিমুল্লাহ ও চরফ্যাশন প্রেসক্লাবের সহসভাপতি এম লোকমান হোসেন প্রমুখ।অন্যদের মধ্যে চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসার সহসুপার মাওলানা মনিরুল ইসলাম,হাজারীগন্জ ইউনিয়ন জামায়াতের আমীর মো: আমজাদ বিএসসি,মাওলানা আবদুল মতিন,মাওলানা কামাল উদ্দিন,মাস্টার শরীফ হোসাইন।
এছাড়া ছাত্র-ছাত্রীর অভিভাবক,ছাত্র ছাত্রী ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসায় ছাত্ররা জানাজা ও জুমার নামাজ এবং জুমার খৎবা পরিবেশন করে দেখান।
পরে প্রধান অতিথি হাফেজ ৪জন ছাত্রকে পাড়গী প্রদান করে দস্তার বন্দী করেন।
Leave a Reply