ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লাভেলো আইসক্রিম কারখানার শ্রমিকরা।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার বেহেরাবাড়ি এলাকায় মহাসড়কে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা বলেন, কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক রয়েছে। প্রতিমাসে সাত হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। কিন্তু কারখানার মালিক দুই মাস ধরে বেতন দিচ্ছে না। এছাড়া গত বছর থেকে ওভারটাইমের টাকাসহ নাইট বিলও দেওয়া হচ্ছে না। ঈদ বোনাসও পাওয়া যায়নি। তাই সকাল ৮টায় কারখানার সামনে ও পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন তারা।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে। তাদেরকে বকেয়া বেতন পাওয়ার ব্যবস্থা করা হবে- এমন আশ্বাসে বেলা ১১টার দিকে মহাসড়ক থেকে চলে যান তারা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জাহাঈীর আলম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে। তাদেরকে বকেয়া বেতন পাওয়ার ব্যবস্থা করা হবে এমন আশ্বাসে বেলা ১১টার দিকে মহাসড়ক থেকে তারা যান।
তিনি বলেন, কারখানার শ্রমিকরা এখন কারখানার সামনে অবস্থান করছেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন পাওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা চলে যায়।
জাহানঙ্গীর আলম, ময়মনসিংহ
Leave a Reply