1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
Flash News :
চরফ্যাশনে নদী ভাঙন রোধে এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার আবেদনে জরুরী ব্যবস্থা গ্রহণ চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান দুই মাস পানিবন্দি চল্লিশ পরিবার, দেখার কেউ নেই পাঙ্গাসিয়া ব্রিজের নির্মাণ বন্ধ থাকায় লাখো মানুষের ভোগান্তি, এলাকাবাসীর বিক্ষোভ মনপুরায় কেন্দ্রীয় যুবদল সেক্রেটারী নুরুল ইসলাম নয়নের ঈদ শুভেচ্ছা বিনিময় ফ্যাসিবাদ বিরোধী লাগাতার আন্দোলনে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন: নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনে কেন্দ্রীয় যুবদল সেক্রেটারী নুরুল ইসলাম নয়নের ঈদ শুভেচ্ছা বিনিময় চরফ্যাশনে ঘুর্ণিঝড় শক্তির আঘাতে পানিবন্দি মানুষ, বিধ্বস্ত বাড়িঘর বাউফলে ২৫ লাখ টাকাসহ গাঁজা ও স্বর্নালংকার উদ্ধার যুবদলের কেন্দ্রীয় সেক্রেটারী নয়নের সাথে চরফ্যাশন আদালতের এডিশনাল জিপি ও পিপির সাক্ষাৎ

তরুণদের সেরা পছন্দ ইনফিনিক্স স্মার্টফোন

  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার দেখা হয়েছে
তরুণদের সেরা পছন্দ ইনফিনিক্স স্মার্টফোন

ইনফিনিক্স ২০২৪ সালের উদ্ভাবনী প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন ও সাশ্রয়ী দামের মাধ্যমে স্মার্টফোন বাজারে তাদের অবস্থান শক্ত করেছে। এ বছরের উদ্ভাবনী মডেলের ভেতর দুটি ডিভাইস বিশেষভাবে নজর কেড়েছে: ইনফিনিক্স নোট ৪০এস এবং হট ৫০ প্রো প্লাস। এই ফোন দুটি দুর্দান্ত পারফরম্যান্স, স্টাইল ও মানের দারুণ এক কম্বিনেশন; যা আজকের তরুণদের বহুমুখী চাহিদা পূরণ করছে।

নোট ৪০এস: সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা

বাজেট বান্ধব স্মার্টফোন হিসেবে ইনফিনিক্স নোট ৪০এস এর প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহারকারীর কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর মনোমুগ্ধকর ৬.৭৮-ইঞ্চি থিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে একটি চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। এর উন্নত টাচ রেসপন্স ও ব্লু লাইট রিডাকশন প্রযুক্তি দীর্ঘক্ষণ ব্যবহারে চোখের আরাম নিশ্চিত করে।

নোট ৪০এস-এর অন্যতম আকর্ষণীয় ফিচার হল এর ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং সুবিধা। এটি ব্যবহারকারীদের সহজে ডিভাইস চার্জ করতে সহায়তা করে। এর ১০৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফটোগ্রাফি পছন্দকারীদের মন ভরাবে। সুপার নাইট ও স্লো মোশন মোডের মত ফিচারগুলো বহুমুখী সৃজনশীলতা নিশ্চিত করে।

মিডিয়াটেক হেলিও জি৯৯ আলটিমেট চিপসেট, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের নোট ৪০এস পেশাদার ও প্রযুক্তিপ্রেমীদের জন্য স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। ডিভাইসটি দামেও সাশ্রয়ী, দাম মাত্র ২৬,৯৯৯ টাকা। স্টাইল ও উন্নত প্রযুক্তির দারুণ কম্বিনেশনের এই ফোনটি অবসিডিয়ান ব্ল্যাক ও ভিনটেজ গ্রিন রঙে পাওয়া যাচ্ছে।  

হট ৫০ প্রো প্লাস: স্টাইল ও উদ্ভাবনের পরিপূর্ণ সমন্বয়

যারা স্টাইলিশ ও শক্তিশালী স্মার্টফোন খোঁজেন, তাদের জন্য ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস নিঃসন্দেহে সেরা পছন্দ।   ২৩,৯৯৯ টাকার এই ডিভাইসটিতে আছে টাইটানউইং আর্কিটেকচার ও ফেদারলাইট উইং ডিজাইনে তৈরি মাত্র ৬.৮ মিমি-এর পাতলা প্রোফাইল। পাতলা হলেও ফোনটির টাইটান আর্মার প্রটেকশন শক্তিশালী স্থায়িত্ব নিশ্চিত করে।

ফোনটি ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং® গরিলা® গ্লাস দ্বারা সুরক্ষিত ফলে উজ্জ্বল ভিজ্যুয়াল ও উন্নত ভিউয়িং এক্সপেরিয়েন্স পাওয়া যায়। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৩ ওয়াট অ্যাডভান্সড ফাস্টচার্জ প্রযুক্তি সারা দিনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি সরবরাহ করে।

টাইটানিয়াম গ্রে, ড্রিমি পার্পল ও স্লিক ব্ল্যাক রঙে বাজারে এভেইলেবল হট ৫০ প্রো প্লাস জেন’জি-দের জন্য স্টাইল ও কার্যকারিতার চমৎকার এক সমন্বয়।

তরুণদের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ

ইনফিনিক্স  নোট ৪০এস ও হট ৫০ প্রো প্লাস এর মত উদ্ভাবনী ডিভাইসের মাধ্যমে স্টাইল, পারফরম্যান্স এবং সাশ্রয়ী দামের এক নতুন স্ট্যান্ডার্ড তৈরি করেছে। এই স্মার্টফোনগুলো তরুণদের বহুমুখী চাহিদা পূরণে ব্র্যান্ডের প্রতিশ্রুতি তুলে ধরেছে ও আধুনিক প্রযুক্তি সবার জন্য সহজলভ্য করেছে।

সকালের ডাক/তারু/সোহো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি