1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

১০ দফা দাবিতে ইবি ভিসিকে ছাত্রদলের স্মারকলিপি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার দেখা হয়েছে

বিশ্ববিদ্যালয়ের সকল ফি কমানো, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ, শেখ হাসিনার পরিবারের নামে ক্যাম্পাসের স্থাপনা ও খালেদা জিয়া হল থেকে মুজিব কর্ণারের নাম পরিবর্তন, জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণসহ ১০ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুন সহ ছাত্রদলের নেতাকর্মীরা।

১০ দফা দাবীর মধ্যে রয়েছে- বিগত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী প্রশাসন শিক্ষার্থীদের আকাঙ্খা, প্রত্যাশা ও মতামতের প্রধান্য না দিয়ে ৩ গুন বৃদ্ধি করা বিশ্ববিদ্যালয়ের সকল অতিরিক্ত ফি কমাতে হবে, গুচ্ছ প্রক্রিয়া থেকে অনতিবিলম্বে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করতে হবে, গণহত্যাকারী শেখ হাসিনার পরিবারের নামে ক্যাম্পাসের মধ্যে যত স্থাপনা রয়েছে এসকল স্থাপনার নাম পরিবর্তন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল থেকে মুজিব কর্ণারের নাম পরিবর্তন করতে হবে।

এছাড়াও, দীর্ঘ ১৬ বছরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী দুঃশাসন প্রতিষ্ঠাকারী স্বৈরাচারী দোসরদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা ও ০৪ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের পক্ষে মিছিলে অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনা, ক্যাম্পাস অবকাশকালীন সময়ে নিরাপত্তা জোরদার করা, নিয়মিত ক্যাম্পাস পরিষ্কার ও পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করা, ক্যাম্পাস সম্পূর্ণরুপে ভিক্ষুকমুক্ত করা, চিকিৎসা কেন্দ্রে আধুনিক চিকিৎসা নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয় ভিত্তি প্রস্তরে জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করার দাবী জানিয়েছে ইবি ছাত্রদলের নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। এরই ধারাবাহিকতায় ইবি ছাত্রদল ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব, অংশগ্রহণমূলক ও জবাবদিহিতার আলোকে সবসময়ই রাজনৈতিক সহবস্থান নিশ্চিত করার পক্ষে। তাই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কয়েকটি দাবি উত্থাপন করেছে।

সকালের ডাক/তারু/সোহো/ইবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি