1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
শনিবার, ২৪ মে ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার দেখা হয়েছে

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে বিজয়ের স্মরণে এ দিবসটি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। এদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৭:১৫ মিনিটে চাঁবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সমেত চাঁদপুর জেলার অঙ্গীকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবন-২ এর সেমিনার কক্ষে সকাল ০৮:৩০ ঘটিকার সময় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, এই বিশ্বব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামীন।
মহান আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেছেন, “তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা। তিনি পরম করুণাময়, পরম দয়াময়। তিনিই আল্লাহ্, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনিই মালিক, তিনিই পবিত্র, তিনিই শান্তি, নিরাপত্তাবিধায়ক, তিনিই রক্ষক, তিনিই পরাক্রমশালী, তিনিই প্রবল, তিনিই অহংকারের অধিকারী। ওরা যাকে শরিক করে আল্লাহ্ তার থেকে পবিত্র, মহান। তিনিই আল্লাহ্, সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা, সব সুন্দর নাম তারই । আকাশ ও পৃথিবীতে যা-কিছু আছে সমস্তই তার পবিত্র মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, তত্ত্বজ্ঞানী।” (সুরা হাশর, আয়াত: ২২থেকে ২৪)

যাঁদের মহান আত্মত্যাগে আমাদের এই বিজয়, সেই সকল মুক্তিসংগ্রামী, মুক্তিযোদ্ধা ও শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁদের অকুতোভয় সংগ্রাম যুগে যুগে আমাদের প্রেরণা যুগিয়েছে। সেই সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদের ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

যারা আমাকে ভাইস-চ্যান্সেলরের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন তাদের সকলের প্রতি বিশেষ করে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা এর আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন, আমরা যেন সবসময় ন্যায়ের পথে চলি ও কারোর প্রতি জুলুম না করি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা যেন সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ থাকি।

উপাচার্য দপ্তরের স্টাফ মোঃ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ বাইজীদ আহম্মেদ রনি।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ মাহির আসহাব কবির। পবিত্র গীতা থেকে পাঠ করে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী সৌধ সূত্রধর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষক সুষ্মিতা কর। শুভেচ্ছা বক্তব্য প্রদান করে মোঃ তাহমিদুল ইসলাম, ফারুক-ই-আজম, সাদিয়া ফারহানা এনি প্রমুখ। দেশাত্মবোধক গান পরিবেশন করে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো: সিকান্দার রনি।

এছাড়াও, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় এবং শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সকালের ডাক/তারু/সোহো/চাঁবিপ্রবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি