পটুয়াখালীর বাউফলে সড়ক দূর্ঘটনায় ইকবাল হোসেন(২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের গাজীমাঝি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে কালিশুরী থেকে ছেরে আসা একটি আটো গাজীমাঝি নামক স্থানে আসলে আপর দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী ইকবাল গুরুতর আহত হন।
আহত হন অপর আরও ৩ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত ইকবাল হোসেনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন ইকবাল।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে অটো ড্রাইভারকে আটক করা হয়েছে।
সকালের ডাক/তারু/সোহো/মো:সবুজ/বাউফল
Leave a Reply