1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

চাঁদাবাজির জন্য নিত্যপণ্যের দাম বাড়ছে: ডিএমপি কমিশনার

  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার দেখা হয়েছে
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ঢাকা মহনাগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া আমরা কিছু করতে পারবো না। আপনারা চাঁদা দেবেন না। চাঁদার কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকাবাসী সহযোগিতা ছাড়া আমাদের কিছুই করার নেই। যার মধ্যে অন্যতম চাঁদাবাজি। চাঁদাবাজির বিরুদ্ধে সমাজ থেকে যদি প্রতিবাদ গড়ে তুলতে হবে। আপনারা চাঁদা দিবেন না। যারা চাঁদা নিতে আসেন তারা কিভাবে চাঁদা নেয় সেটা আমরা দেখবো। চাঁদাবাজির জন্য নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে আমি কাজ করছি দ্রুতই আপনারা দেখতে পারবেন।

তিনি বলেন, জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানির ঘটনা বেড়েছে। বিষয়টি খোদ পুলিশের ঊর্ধ্বতন জানেন। মামলার বাদী যদি তথাকথিত ব্যক্তিদের আসামি করে চাঁদাবাজি করে থাকেন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে।

যেসব লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত না হওয়া পর্যন্ত গ্রেফতার করা হবে না জানিয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরে অধিকাংশ মামলা হয়েছে কোর্টের নির্দেশে। এখানে আসামি সংখ্যা ছিল ২০০ প্লাস।

ঢাকার ট্রফিক ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিশৃঙ্খল অবস্থায় আছে ঢাকার ট্রাফিক ব্যবস্থা। তবে ট্রাফিকে শৃঙ্খলা ফেরাতে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। অভিভাবকদের স্কুল-কলেজের পাশে বাসাভাড়া নেওয়ার অনুরোধ জানিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। পাশাপাশি ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানোর অনুরোধও জানান তিনি।

তিনি বলেন, বিগত সরকার অটোরিকশার অনুমতি দেওয়ার কারণেই বাড়ছে অটোরিকশার সংখ্যা। অচিরেই এটি কমানো না গেলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে নগরবাসীকে। এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।

নগরবাসীর সমস্যা ও অভিযোগ শুনতে ডিএমপি সদর দফতরে একটি অভিযোগ সেল খোলা হবে। পাশাপাশি দ্রুতই ওপেন ডে আয়োজন করে নগরবাসী সমস্যা ও পুলিশের সেবার পরামর্শ নেওয়া হবে, বলে জানান ডিএমপি কমিশনার।

সকালের ডাক/তারু/সোহো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি