পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বাউফল উপজেলা শাখার আয়োজনে শনিবার (৭ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী, প্রধান বক্তার বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল।
বাউফল উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কাশেম, সহ-সভাপতি মাওলানা সাইদুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আইউব বিন মুসা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, খেলাফত মজলিসের প্রধান উদ্দেশ্য দেশে ইসলাম প্রতিষ্ঠা করা। সকল মুসলমানকে নামাজের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া৷ বিগত জালিম সরকার জনগণকে বুঝিয়েছে ইসলাম মানেই জঙ্গীবাদ। এখন সময় হয়েছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ইহকালের পরে যে পরকাল আছে সেটা সম্পর্কে মানুষকে পূর্ণাঙ্গ ব্যাখ্যাসহ ধারণা দিতে হবে। জুলাই আগস্ট আন্দোলনে খেলাফত ছাত্র মজলিস গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে বলেও জানান বক্তারা।
মো: সবুজ/বাউফল
Leave a Reply