1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

ফকিরখালী উন্নয়ন সোসাইটির আত্মপ্রকাশ ও কমিটি গঠন

  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার দেখা হয়েছে
ফকিরখালী উন্নয়ন সোসাইটির আত্মপ্রকাশ ও কমিটি গঠন

রাজধানীর বাড্ডার বেরাইদে ‘ফকিরখালী উন্নয়ন সোসাইটি’র কমিটি গঠন করা হয়েছে। তথ্য উপদেষ্টার বাবা বদরুল ইসলাম জমিরকে সোসাইটির প্রধান উপদেষ্টা এবং মোহাম্মদ সামির হোসেনকে সভাপতি ও মো. আকরাম হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ফকিরখালী পাকার মাথায় সোসাইটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী ও বিভিন্ন প্লটের মালিকরা উপস্থিত ছিলেন।

এসময় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে ফকিরখালীর উন্নয়নে কাজ করবেন বলে উপস্থিত সবাই ঐক্যমত পোষণ করেন। ফকিরখালীর আবাসন, শিক্ষা, সৌন্দর্য বর্ধন ও মানবিক উন্নয়নসহ সংস্কার কাজে কমিটি এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করে যাবে বলে সভায় উল্লেখ করা হয়। ফকিরখালীর উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তথ্য উপদেষ্টার বাবা এলাকাবাসীকে আশ্বাস দেন।

পূর্ণাঙ্গ কমিটি
প্রধান উপদেষ্টা: বদরুল ইসলাম জমির, সাধারণ উপদেষ্টা: আব্দুল হক পাটোয়ারী,সাধারণ উপদেষ্টা: আক্কাস আলী , সাধারণ উপদেষ্টা: আকরাম হোসেন একরাল, সাধারণ উপদেষ্টা: সাইজ উদ্দিন , সাধারণ উপদেষ্টা: শরিফ আল আমিন, সাধারণ উপদেষ্টা: মেরাজ, সভাপতি: মোঃ সামির হোসেন- ফকিরখালী, সহ সভাপতি: মো. মোবারক হোসেন- ফকিরখালী, সাধারণ সম্পাদক. মো. আকরাম হোসেন- ফকিরখালী, সহ সাধারণ সম্পাদক: মো. মিনারুল ইসলাম- ফকিরখালী, সাংগঠনিক সম্পাদক: মো. নাজমুল হাসান রুবেল- ফকিরখালী, সহ সাংগঠনিক সম্পাদক: সোলাইমান- বনশ্রী, কোষাধ্যক্ষ: মো. পাভেল রহমান- ফকিরখালী, সহ কোষাধ্যক্ষ: রায়হান হেসেন জনি- ফকিরখালী, প্রচার সম্পাদক: আহসান কামরুল- বাড্ডা, উন্নয়ন সম্পাদক: মো. রকিবুল হাসান রাকিব- ফকিরখালী, সহ উন্নয়ন সম্পাদক: সমিজ উদ্দিন।এছাড়াও কমিটিতে সদস্য পদে আরও অনেককেই রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি