1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
Flash News :
চরফ্যাশনে নদী ভাঙন রোধে এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার আবেদনে জরুরী ব্যবস্থা গ্রহণ চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান দুই মাস পানিবন্দি চল্লিশ পরিবার, দেখার কেউ নেই পাঙ্গাসিয়া ব্রিজের নির্মাণ বন্ধ থাকায় লাখো মানুষের ভোগান্তি, এলাকাবাসীর বিক্ষোভ মনপুরায় কেন্দ্রীয় যুবদল সেক্রেটারী নুরুল ইসলাম নয়নের ঈদ শুভেচ্ছা বিনিময় ফ্যাসিবাদ বিরোধী লাগাতার আন্দোলনে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন: নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনে কেন্দ্রীয় যুবদল সেক্রেটারী নুরুল ইসলাম নয়নের ঈদ শুভেচ্ছা বিনিময় চরফ্যাশনে ঘুর্ণিঝড় শক্তির আঘাতে পানিবন্দি মানুষ, বিধ্বস্ত বাড়িঘর বাউফলে ২৫ লাখ টাকাসহ গাঁজা ও স্বর্নালংকার উদ্ধার যুবদলের কেন্দ্রীয় সেক্রেটারী নয়নের সাথে চরফ্যাশন আদালতের এডিশনাল জিপি ও পিপির সাক্ষাৎ

ববিতে এআইএস ফোরাম গঠন;নেতৃত্বে মেহেদী ও নুর

  • আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) ফোরাম গঠিত ও ১ম কার্যনির্বাহী কমিটি প্রকাশিত হয়েছে। ২০২৪-২৫ মেয়াদের এই কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে রয়েছেন মো. ইমাম মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নুর মোহাম্মদ।

২৫ নভেম্বর (সোমবার) এআইএস ফোরামের প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশিত হয়। উক্ত বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই সংগঠনটি যাত্রা শুরু করেছে বলে জানান সংগঠকরা।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন। এছাড়াও আগামী এক বছরের জন্য প্রকাশিত এই কমিটিতে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি:রিয়াজ আকন, সহ-সভাপতি: তানজিলা আক্তার মীম, সহ-সভাপতি: সাদিয়া আক্তার,সহ-সভাপতি: উম্মে হাফসা, সহ- সাধারণ সম্পাদক : মো. মাহফুজুর রহমান,হিসাব ও অর্থ প্রধান: মোঃ সাহিন আলী, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রধান: মোঃ আসাদুল ইসলাম ইমন, তথ্য প্রযুক্তি প্রধান: বাধন দাশ, মানব সম্পদ প্রধান: মোঃ ওলীউল্লাহ সায়েম,জনসংযোগ প্রধান: মোঃ আনিসুর রহমান,কর্পোরেট বিষয়ক প্রধান: রেজাউল কবির দিগন্ত,গবেষণা ও উন্নয়ন প্রধান : মোঃ আবু হুরায়রা ফয়সাল,কৌশল এবং এআইএস ফোরাম উন্নয়ন প্রধান : সোহাগ,সদস্য সেবা ও সহায়তা প্রধান :সামরিন সুলতানা সিমিম,প্রচার প্রধান: মোঃ তানভীর এনায়েত উল্লাহ।

এআইএস ফোরামের সাধারণ সম্পাদক নুর বলেন, ববি এআইএস ফোরাম কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের স্বপ্ন ও উদ্যোগের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা, কার্যকর প্রশিক্ষণ, এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের সদস্যদের আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হব।
আজকের দিনটি শুধু একটি যাত্রার শুরু নয়, বরং আমাদের নতুন লক্ষ্য এবং দায়িত্ব পালনের প্রতিশ্রুতি। আমরা একসঙ্গে কাজ করে এই ফোরামকে একটি প্ল্যাটফর্মে পরিণত করব, যা কেবল দক্ষতার উন্নয়ন নয়, বরং সহযোগিতার এক দৃষ্টান্ত স্থাপন করবে।

সভাপতি ইমাম মেহেদী বলেন, এআইএস ফোরামের সভাপতি হিসেবে মনোনীত হওয়া আমার জন্য এক অসাধারণ গৌরবের মুহূর্ত। এই ফোরাম শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং এবং অ্যাকাডেমিক উৎকর্ষের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে।একাউন্টিংয়ের জ্ঞানকে বাস্তব জীবনের প্রয়োগে কাজে লাগানো এবং শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলি জাগ্রত করা ফোরামের অন্যতম প্রধান লক্ষ্য। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ফোরামটি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী। আমি সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।

সকালের ডাক/তারু/সোহো/ববি প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি