চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহর। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। জিডির প্রক্রিয়া চলছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওই গাড়িতে সমন্বয়ক হাসনাত ও সারজিস ওরা ছিলেন না। তবে তাদের গাড়িবহর ছিল এটি। কালো রঙের ওই প্রাইভেটকারের চালকসহ চারজন ছিলেন। তাদের মধ্যে একজন ছাত্র আন্দোলনের নেতা মো. আলী নেওয়াজ। অন্যদের নাম এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় প্রাইভেটকারের সামনে অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেরত থাকা কেউ গুরুতর আহত হয়নি।
এদিকে রাত ১০টার কিছু আগে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি নিয়ের ফেসবুকে লাইভে আসেন। ওই লাইভের শিরোনামে তিনি হত্যচেষ্টার অভিযোগ করে লিখেছেন, ‘আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় আমাদেরকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।’
সকালের ডাক/তারু/সোহো
Leave a Reply