আওয়ামী লীগ যে আকাম করেছে, আল্লাহ আগামী ৫০ বছরেও তাদেরকে ক্ষমতায় আসতে দিবেন না বলে মন্তব্য করেছেন ভোলার লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদের ছেলে শাহরুখ হাফিজ ডিকো।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর বীর বিক্রম ডিগ্রি কলেজের আয়োজনে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বক্তব্যে শিক্ষার্থীদেরকে মাদক থেকে দূরে থাকার আহবান জানান ধলীগৌরনগর বীর বিক্রম ডিগ্রি কলেজের সভাপতি শাহরুখ হাফিজ ডিকো।
কলেজের অধ্যক্ষ মো. আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, উপজেলা শিক্ষা মনিটরিং কমিটির সভাপতি অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলাম, পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির ইমরানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সকালের ডাক/তারু/সোহো/মনির হোসাইন/
Leave a Reply