1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠন

  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে
পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠন

ইউরোপীয় দেশ পর্তুগালের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধির লক্ষ্যে পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠন করা হয়েছে। মোহাম্মদ জীবনকে সভাপতি এবং আব্দুল আহাদ সালমানকে সেক্রেটারি করে এ চেম্বার অব কমার্স গঠন করা হয়।

এছাড়াও কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ জামাল উদ্দিন, মীর মোহাম্মদ শাহরুজ্জামান প্রেসিডেন্ট জেনারেল এসেম্বলি, পেদ্রো জর্জ পিরেস নির্বাহী পরিচালক, রুই পাউলো মিগুয়েল মাউটিনহো পরিচালক, ড. আলেক্সান্দ্রে কোতানো দা সিলভা আইন উপদেষ্টা, আনানা রহমান সভাপতি আর্থিক বিভাগ, রোজানে লিভেইরা চাভেস পিরেস সহ-সভাপতি আর্থিক বিভাগ, ড. হেলিও হিসাবরক্ষক এবং ড. মারিশা সহকারী হিসাবরক্ষক হিসেবে রয়েছেন।

উল্লেখ্য, পর্তুগালে প্রায় ৭০ হাজার বাংলাদেশী প্রবাসী বাস করে। এরমধ্যে ৫০ হাজার বাংলাদেশী নিয়মিত ট্যাক্স দেন। বাংলাদেশ থেকে মোট ২৫ হাজার ৬৬৬ জন স্থায়ীভাবে অভিবাসন নিয়েছেন, যার মাঝে ২০৩৯৫ জন পুরুষ এবং ৫২৭১ জন নারী।

২০২৩ সালে ১৮.২৩ মিলিয়ন ডলার পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে ১১৪.৯৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা হয় পর্তুগালে। বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্য সামগ্রীর মাঝে টেক্সটাইল, হোম টেক্সটাইল, কটন, নন- কটন জাতীয় তৈরি পোশাক অন্যতম। গত ৬ বছরে পর্তুগালে রপ্তানির পরিমাণ বেড়েছে ৫৮%।

এবছর পর্তুগাল থেকে জুলাই মাসে ৭.৯২, আগস্ট মাসে ৬.৫৬, সেপ্টেম্বর মাসে ৮.৪৯, অক্টোবর মাসে ৬.৩৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স হিসেবে বাংলাদেশে এসেছে। পর্তুগালে ৫০টি মসজিদ রয়েছে, যার মাঝে ১৪টি প্রবাসী বাংলাদেশীদের দ্বারা নির্মিত।

এরই ধারাবাহিকতায় পর্তুগালের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠন করা হলো। আগামীকাল (২৭ নভেম্বর) পর্তুগালে এই ব্যবসায়ী সংগঠনের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পর্তুগালের পররাষ্ট্র সচিব নুনো সামপাইও, লিসবনের মেয়র কার্লোস মোয়েডাস, অ্যাঙ্গলোর প্রতিনিধি, ব্রাজিল দূতাবাসের প্রতিনিধি, পর্তুগিজ পার্লামেন্টের পিএসডি পার্টির সংসদ সদস্য, আলভালাদে- লিসবনের জুন্তা দে ফ্রেগুয়েসিয়া সভাপতি টোমাস গনক্যালভেস, এগা খান ফাউন্ডেশনের সিইও ড. করিম মেরালি এবং লিসবনের ব্যবসায়ী মালিক সমিতির কতিপয় সদস্যসহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।

সকালের ডাক/তারু/সোহো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি