ডেস্ক নিউজ: ভারতে পাচারকালে বেনাপোলে ২.৩৫০ কেজি ওজনের ২,৩৮.০৫.৫০০ টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বেনাপোল বাজারের কাঁচাবাজারের সামনে থেকে তাকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
আটককৃত যুবকের নাম কদম আলী (৩৫)। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।
যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কোম্পানি সদর ক্যাম্পের বিজিবি সদস্যরা বাজারে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ কদম আলীকে আটক করে। এ সময় তার শরীর ও মোটরসাইকেল তল্লাশি করে প্যান্টের পকেটে স্কচটেপ জড়ানো ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৫ শ’ টাকা।
আসামিকে স্বর্ণ চোরাচালান মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply