ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ২৬ হাজার
-
আপডেট :
বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
-
২০১
বার দেখা হয়েছে
ডেস্ক নিউজ: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে। এছাড়া গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত দুইজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। এছাড়া ডেঙ্গুতে মারা যাওয়া অপরজন ঢাকা সিটির বাইরের।
অন্যদিকে গত একদিনে হাসপাতালে ভর্তি হওয়া ৮৫৪ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী (২০১) ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ১৫২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, খুলনা বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন এবং রংপুর বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৫৫৫ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে ডেঙ্গুতে চলতি বছর মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ১৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ১৩ জন ছাড়াও ঢাকা ও খুলনা বিভাগে ৫ জন করে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply