নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলষ্টোন স্কুল এন্ড কলেজের ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ ঢাকার পার্শবর্তী গাজীপুরে তার আত্মীয়ের বাসায় আত্মগোপন কালীন অবস্থায় সেনা বাহিনীর হাতে গ্রেফতার হয়। সে ছিল ক্ষমতাধর ছাত্রলীগ নেতা রেজওয়ান রনির ঘনিষ্ঠ সহকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ০২ মে ২০২২ সালে এই জুবায়ের আহমেদ এবং চার-পাঁচজন সন্ত্রাসীর দ্বারা তাদের মূল নেতা রেজওয়ান রনির নেতৃত্বে উত্তরা নিবাসী মেহজাবিন জেরিন ঐশী নামের ১৭ বছরের একটি মেয়েকে অপহরণ করে। তারা তার বাবা-মায়ের কাছে ২০ লাখ টাকা মুক্তপণ দাবি করেছিল এবং টাকা না দিলে মেহজাবিনকে হত্যা করার হুমকি দিয়েছিল।
তখন মেহজাবিনের বাবা উত্তরা পশ্চিম থানায় তার মেয়ের অপহরণের প্রতিবেদন দাখিল করলেও পুলিশ রেজওয়ান রনিকে ধরতে পারেনি। পুলিশের মতে সে পলাতক আসামী। এদিকে পুলিশের রিমান্ডে জুবায়ের আহমেদ জানায়, রেজওয়ান অপহৃত মেহজাবিন’কে ২দিন আটক রেখে শারীরিক নির্যাতন করে এবং ২০ লাখ টাকার বিনিময়ে মুক্তি দেয়। এই ঘটনা প্রকাশের পর আমাদের সাংবাদিক কর্মীরা মেহজাবিন এবং তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু, তারা প্রাণভয়ে দেশ ত্যাগ করেছেন বলে এলাকাবাসীরা উল্লেখ করেন।
এদিকে এই ঘটনা এলাকাবাসীর মধ্যে ভীষণ ক্ষোভের সৃষ্টি করেছে এবং তারা খুবই দ্রæত সময়ের মধ্যে রেজওয়ান রনিকে বিচারের মুখোমুখি করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে।
Leave a Reply