ডেস্ক নিউজ: ডেইলি বাংলাদেশসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর লক্ষ্মীপুরের চররমনী মোহন ইউপির চর মেঘায় দস্যুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফার নেতৃত্বে ৪০ জনের একটি টিম অভিযানে অংশ নেন। এতে সদর মডেল থানার ওসি সাইফুদ্দিন ও ওসি (তদন্ত) নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। একই সঙ্গে নৌ পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন। স্পিডবোট ও ট্রলারযোগে চরে অবস্থান নেয় পুলিশ। এ সময় পালিয়ে যায় দস্যু বাহিনীর প্রধান রাসেল খাঁসহ তার বাহিনীর সদস্যরা। এ সময় তার আস্তানায় বাবুর্চিকে পাওয়া যায়। পুলিশ এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেন। পুলিশের এমন অভিযানে কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকের মাঝে। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা কেশব দাস, চর রমণী মোহন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল।চাষিদের অভিযোগ, মেঘাচরে একনালা, দুনালা বন্দুকসহ দেশীয় অস্ত্র নিয়ে চলছে সন্ত্রাসীদের নিয়মিত মহড়া। সেখানে স্বর্গরাজ্য গড়ে তুলেছে সন্ত্রাসীরা। চাষিদের ফলানো ফসল লুট করে নিয়ে যায় দস্যুরা। ভোলার রাসেল খাঁ, হালিম খাঁ, মিন্টু খাঁসহ বেশ কয়েকজন সন্ত্রাসীদের নেতৃত্বে এবং লক্ষ্মীপুরের শাহজালাল রাহু, রশিদ মোল্লাসহ বেশ কয়েকজনের নেতৃত্বে এমন ঘটনা ঘটছে। চাষিদের মারধর, হাত পা কেটে দেয়াসহ হত্যার ঘটনার সঙ্গে জড়িত এসব সন্ত্রাসীরা। একটা বিশাল বাহিনী দিয়ে তাণ্ডব চালায় রাসেল খাঁ নামের দস্যু। যার বিরুদ্ধে বেশ কয়েকটা মামলাও রয়েছে।
Leave a Reply