ডেস্ক নিউজ: রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলী মোহাম্মদ ফুলবাবুকে পিটিয়ে হত্যার মামলায় আসমানী পরিবহন বাসের হেলপার মাসুদ রানার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে আসামিকে উপস্থিত করে পুলিশ। উত্তরা পশ্চিম থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক আবু নওশের এসব তথ্য জানিয়েছেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন আসামিকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে রিমান্ড বাতিল ও আসামির জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। গত ১৩ এপ্রিল দুপুর ১২টার দিকে রাজধানীর আজমপুর ফুটওভার ব্রিজের নিচে ফুলবাবু ও তার অফিস স্টাফ ইয়াছিনের সঙ্গে আসমানী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৯৪৭৭) হেলপার মাসুদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হেলপার মাসুদ জোরপূর্বক অফিস স্টাফ ইয়াছিনকে গাড়িতে উঠিয়ে নিয়ে হাউজ বিল্ডিংয়ে নামিয়ে দেন। এর প্রতিবাদ করলে আব্দুল্লাহপুর এলাকায় আসমানী পরিবহনের স্টাফদের সঙ্গে সিজিজিসির কয়েকজন কর্মচারীর হাতাহাতি হয়। এ ঘটনার জেরে একইদিন বাসের হেলপার মাসুদসহ আরো কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে সিজিজিসির ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফুলবাবুকে হত্যার উদ্দেশে পিটিয়ে গুরুতর জখম করে। তাকে গুরুতর আহত অবস্থায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে গত ১৪ মার্চ ফুলবাবুর স্ত্রী জোসনা উত্তরা পশ্চিম থানায় হেলপার মাসুদসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর গোপন তথ্যের ভিত্তিতে ৯ মে রাত ২টার দিকে রাজধানীর গাবতলী থেকে মাসুদকে গ্রেফতার করে র্যাব-১। মাসুদ রংপুর সদরের ধাপ কটকি পাড়ার আনোয়ার হোসেনের ছেলে।
Leave a Reply