1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
শনিবার, ২৪ মে ২০২৫, ০১:১১ অপরাহ্ন

পূর্ব শত্রুতার জেরে নরসিংদীর রায়পুরায় ছাত্র/যুবলীগের তান্ডব

  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩৩১ বার দেখা হয়েছে
ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি: নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানার জনাব মাসুদ রানা কর্তৃক পরিচালিত ‘মীম ফ্যাশন’ দোকানটি যা রায়পুরা উপজেলার সকলের নিকট সমাদ্ধৃত ছিল। এলাকার ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা ২৮ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে জোরপূর্বক দখল করে নেয় বলে জানা যায়। অনুসন্ধানে জানা যায় যে, জনাব রানার সন্তান মাহফুজুর রহমান রিমন (যে বর্তমানে বিদেশে অবস্থান করছে) জেলার পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশুনার সময় (২০১৯-২০২০) রিমন ও তার কতিপয় বন্ধুর সাথে ছাত্রলীগের অপকর্মের সমালোচনা করায় এবং পরবর্তীতে ছাত্রলীগের অনুরোধে তাদের দলে যোগদান না করায়, তাদেরকে লক্ষ্য বস্তুতে পরিণত হয়। ছাত্রলীগের অত্যাচারে এবং মামলা হামলার কারণে প্রাণ ভয়ে রিমন দেশ ত্যাগ করলেও তার অপর সঙ্গীরা যথাক্রমে, রুবেল আহমেদ, নওয়াজীম খন্দকার ও খালেদ মুহিউদ্দিন’কে দেশেই পালিয়ে থাকতে হয়। এসব বন্ধুরা একটি চ্যাট গ্রুপ তৈরী করে ছাত্রলীগের অপকর্মের প্রতিবাদ করতো বলে জানা যায়।

সম্প্রতি, বিশেষ করে ৭ জানুয়ারী ২০২৪ইং তারিখে বিতর্কিত নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকার চতুর্থবারের মতো ক্ষমতায় আকড়ে থাকায় ছাত্রলীগ, যুবলীগ তথা সরকারের ও পুলিশের পৃষ্ঠ পোষকতায় গুন্ডাবাহিনী তাদের সর্বশক্তি নিয়ে নতুন ভাবে তাদের বিরোধীদের উপর ঝাঁপিয়ে পড়ছে বলে জানা যায়। বিশেষ করে, বিতর্কিত এই নির্বাচন দেশের ভিতরে ও বাইরে ব্যাপক সমালোচিত হওয়ায় এসব নিয়ে সরকারী দলের সদস্যদের যেন বিব্রতবোধ না করতে হয় এ জন্যই তারা তাদের বিরোধীদের কিংবা সমালোচনাকারীদের উপর আক্রমণ চালাচ্ছে বলে এলাকাবাসীরা মনে করেন। এসব আক্রমণ তথা, অত্যাচারের আরেকটি উদ্দেশ্য হচ্ছে যাতে করে সরকার বিরোধী যুব শক্তিরা যেন শক্তি সঞ্চয় করে সরকার বিরোধী কর্মকান্ডে বিরোধী রাজনৈতিক আন্দোলনকে যেন বেগবান করতে না পারে। তাই তারা সরকারী দলের সদস্যরা বিশেষ করে যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা তাদের পুরোনো শত্রুদের খুঁজে বের করে তাদেরকে নিস্ক্রিয় তথা গুম/খুনের হুমকি প্রদান করছে বলে বিশেষ সূত্রে জানা যায়। রিমন ও তাদের বন্ধুরা ছাত্রলীগের এই অপকৌশলের শিকার এবং তাদের জীবনের নিরাপত্তা চরম হুমকির মধ্যে পতিত হয়েছে। কেননা, পুলিশ ও প্রশাসন কেবলই সরকারী দাসরূপেই আচরণ করছে। তারা আর জনগণের সেবক নয়।
রিমনের পারিবারিক সূত্রে জানা যায় যে, সরকার সমর্থিত সদস্যরা শুধুমাত্র ব্যবসাটি দখল করেই ক্ষান্ত হয়নি। তারা এখন তাদের বাড়িটিও দখলের হুমকি দিয়ে আসছে। কেননা, গুন্ডারা আমাদের নিকট ৫০ লাখ টাকা দাবী করছিল, যা পরিশোধ করতে পারেননি বলে রিমনের মা রুনা বেগম অত্র প্রতিবেদককে জানান, রিমনের পিতা-মাতা- দীর্ঘদিন ধরেই মামলা/হামলার ভয়ে বাড়ি ছাড়া। এখন তাদের বাড়িটিও সুরক্ষিত নয়।
অত্র প্রতিবেদকের সাথে রিমনের পারিবারিক আইনজীবি জনাব এ্যাডভোকেট পেশকার খানের সাথে টেলিফোনে কথা বলে জানা যায় যে, সরকারী দলের গুন্ডারা তাকেও হুমকি দেয়া হচ্ছে যাতে করে তিনি সন্ত্রাসীদের দখলদারিত্বের কাজে কোন বাঁধা সৃষ্টি না করে। তিনি আরও বলেন যে, পুলিশ ও সরকারী দলের সদস্যদের সাথে করে গত ১০ মার্চ ২০২৪ তারিখে অভিযান চালিয়ে রিমনের বন্ধু খালেদ মহিউদ্দিনকে গ্রেফতার করে এবং মার্চের শেষের দিকে তার আরেক বন্ধু রুবেল আহমেদকে গ্রেফতারের জন্য তার বাসভবনে অভিযান পরিচালনা করে। ভাগ্যক্রমে, রুবেল গ্রেফতার এড়াতে সক্ষম হয়। এ্যাডভোকেট খান আক্ষেপ করে বলেন যে, ২০২২ সালের শেষের দিকে রিমনের নামে একটি মিথ্যা মামলা করা হয়। প্রচেষ্টা সত্যেও এ ব্যাপারে কোন প্রতিকার পাওয়া যায়নি।
মামলার ব্যাপারে রায়পুরা থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত অফিসার উক্ত বিষয়ে কোন বক্তব্য প্রদান করতে অপারগতা প্রকাশ করে। এ পরিস্থিতি হতে রিমন কিংবা তার পরিবার কিভাবে মুক্তি পাবে তার কোন উপায় কারও জানা নেই। এলাকাবাসীর এ আশংকা যেন দেশের জন্য একটি অশনিসংকেত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি