স্টাফ করেসপন্ডেন্ট: একটি মর্মান্তিক ঘটনায এলাকার জনগণের মধ্যে ভীতির সঞ্চার করেছে। ১৪ মার্চ, ২০২৩, সন্ধ্যায় খন্দকার কামরুল ইসলাম তার অফিস থেকে বাসায় ফেরার সময় উত্তরা ১০ নং সেক্টরের রানাভোলা এ্যাভিনিউতে ধর্মীয় মৌলবাদীদের দ্বারা নির্মম হামলার শিকার হন। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে কামরুলকে হঠাৎ বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। হামলাকারীদের তীব্র আঘাতে তার নাক ও মুখ দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় পথচারীদের সহায়তায় তাকে জরুরী চিকিৎসার জন্য নিকটস্থ গ্রীনল্যান্ড হাসপাতাল লিমিটেডে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের হস্তক্ষেপে ভয়ঙ্কর আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে পালাতে বাধ্য হয়। কিন্তু কামরুলের বিরুদ্ধে আরও সহিংসতার অশুভ হুমকি দিয়ে যায়। তাদের অভিযোগ, কামরুল প্রতারণা মূলক কর্মকান্ডের মাধ্যমে তাদের বোনকে অপদস্থ করেছে। হামলার নির্লজ্জ প্রকৃতি এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভকে আলোড়িত করেছে। যা, বাসিন্দাদের মধ্যে এই ধরনের সহিংসতা এবং অসহিষ্ণুতার ঘটনাগুলি মোকাবেলার জন্য জরুরী পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরে। কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে অপরাধীদের বিচারের আওতায় আনার এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছে।
Leave a Reply