আখাউড়া প্রতিবেদক ঃ গতকাল দুপুরে আখাউড়ার ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু রোকসানা খানম কোরআন শিক্ষিকার বাড়িতে ছাত্রলীগের একদল সশস্ত্র ক্যাডার নিয়ে হামলা চালিয়ে তার স্বামী মোহাম্মদ মাসুম ভূঁইয়াকে কুপিয়ে জখম করেছে। কুরআন শিক্ষিকা মিসেস রোকসানা খানম আমাদের জানিয়েছেন যে, তার স্বামী মাসুম ভূঁইয়া যখন হামলাকারীদের সাথে কথা বলতে বেরিয়েছিলেন তখন তারা তার স্বামীকে আক্রমণ করে এবং তাকে মারাত্মক ভাবে আহত করে। হামলাকারীরা তাকে এমন ভাবে মারপিট করে যে, তিনি হামলার সময় জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে।
আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে, ক্ষমতাসীন দলের নেতা মিসেস রোকসানা খানমের কোরআন ক্লাসকে টার্গেট করেছেন। কারণ, তিনি স্থানীয় জামায়াত নেতা মোহাম্মদ মুসলেহ উদ্দিন ভূঁইয়ার পুত্রবধূ।
আহত মাসুম ভূঁইয়া মিসেস রোকসানা খানমের স্বামী, যিনি কিডনি প্রতিস্থাপনের রোগী ছিলেন। তাকে সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় পুলিশ গ্রেফতার বা কোনো ব্যবস্থা নেয়নি।
Leave a Reply