1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

এলডিপি সংবাদ সম্মেলনে বাবুল হোসেনের দোকানে হামলার নিন্দা জানিয়েছে

  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৮৭ বার দেখা হয়েছে

তাহসান ইসলাম, স্থানীয় সংবাদদাতা: বাবুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে গতকাল বিয়ানীবাজারের এলডিপি নেতারা সংবাদ সম্মেলন আয়োজন করেন। জানা যায়, জনাব হোসেন এলাকায় এলডিপির সক্রিয় সংগঠক। এছাড়াও, ব্যবসায়ী হোসেন তার হিতৈষী এবং জনহিতকর কাজের জন্য খুবই জনপ্রিয়।

স্থানীয় এলডিপি নেতা, জনাব আসলাম হোসেন খান অভিযোগ করেন যে, আতাউর ও জামাল হোসেনের পিছনে লেগে আছে। কারণ তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদিতে অস্বীকার করেছিলেন। জনাব খান প্রশ্ন তোলেন, ক্ষমতাসীন দলের কুখ্যাত কর্মকান্ড জেনেও আওয়ামী লীগের নেতারা কিভাবে আশা করতে পারে যে, জনাব বাবুল হোসেনের মতো একজন আদর্শবান ব্যক্তি তাদের সঙ্গে যোগ দেবেন। জনাব খান ক্ষমতাসীন এম.পি. নুরুল ইসলাম নাহিদ এবং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেমকে দায়ী করেন, আতাউর ও জামালকে প্রশ্রয় দেয়ার জন্য। তাই শেষ পর্যন্ত প্রশাসন ও পুলিশের কাছ থেকে দায়মুক্তি ভোগ করে তারা বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন যে, শাসক দলে গুন্ডারা ২০২২ সালের মে মাসে জনাব হোসেনকে আহত করে সন্তুষ্ট ছিল না। সেই আক্রমনে তারা তার বাম হাত ভেঙ্গে ফেলে এবং মাথা আহত করে। তিনি ৭ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। এলডিপির আরেকজন স্থানীয় নেতা জনাব পাপ্পু ইসলাম বলেন, ক্ষমতাসীন দল খুবই নিষ্টুর, তারা ২০২০ সালের মে মাসে তাকে আক্রমন করে এবং এখন তারা আবার তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে। সে প্রশ্ন করে হোসেনের কি দোষ? প্রতিটি বিরোধী দল এবং তার সমর্থকদের সরকারের যে কোনো অপশাসক বা দুর্নীতির প্রতিবাদ করার অধিকার আছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাওয়া তাদের গণতান্ত্রিক অধিকার। তিনি উল্লেখ করেন যে, এলাকার ক্ষমতাসীন দলের নেতারা ভয় পান যে, জনাব বাবুল হোসেন তাদের পরবর্তী প্রার্থী হতে চলেছেন এবং সেই কারণেই তারা তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে এই হামলা করে।

তিনি প্রশাসন ও পুলিশের পক্ষপাতমূলক ভূমিকার সমালোচনা করেন। কেননা, তারা বিরোধী নেতা ও সমর্থকদের নিরাপত্তা দিতে নারাজ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ক্ষমতাসীন দল আর বেশিদিন ক্ষমতায় থাকবেনা যখন জনগন তাদের অপকর্মের বিরোদ্ধে এগিয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি