1. iamparves@gmail.com : hostkip :
  2. sokalerdaknews@gmail.com : Sokaler Dak : Sokaler Dak
শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে সিলেট

  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৪৩২ বার দেখা হয়েছে
ফাইল ছবি

রংপুর রাইডার্স আর সিলেট সিক্সার্সের শনির দশা কাটছেই না। হারের বৃত্তেই বন্দী হয়ে রয়েছে দল দুটি। তাই দু’দলেরই সামনেই জয়ে ফেরার লক্ষ্য। এমন এক সমীকরণের ম্যাচে প্রথমেই টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে সিলেটের অধিনায়ক নাসির হোসেন।

সাত ম্যাচ খেলে তিন জয় ও তিন পরাজয়ে সাত পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে সিলেট। ঢাকা পর্বে একটি ম্যাচও এখনও জিততে পারেনি সিলেট। তাই আজকের ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না নাসিরবাহিনী।

এদিকে শেষ ম্যাচে রংপুরের হয়ে মাঠে নেমেছিল ক্রিস গেইল- ব্রেন্ডন ম্যাককালাম। দু’জনেই ছিলেন ফ্লপ। রংপুরের লক্ষ্য এই, দুই ব্যাটসম্যান জ্বলে উঠে দলকে পয়েন্ট টেবিলের তলানী থেকে টেনে তুলবে।

সিলেট সিক্সার্স একাদশ
নাসির হোসেন, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, আবুল হাসান রাজু, তাইজুল ইসলাম, বাবর আজম, লিয়াম প্লাঙ্কেট, দানুসকা গুনথিলাকা, আন্দ্রে ফ্লেচার ও টিম ব্রেসনান।

রংপুর রাইডার্স
মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ মিথুন, শাহরিয়ার নাফীস, সোহাগ গাজী, রুবেল হোসেন, জিয়াউর রহমান, ক্রিস গেইল,ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, থিসারা পেরারা, জহির খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সকল স্বত্ব সংরক্ষিত ২০২৪ | দৈনিক সকালের ডাক
কারিগরি সহায়তায় হোস্টকিপ টেকনোলজি